সোনাগাজী ফাযিল (ডিগ্রি) মাদরাসার গভর্নিং বডির সম্মানিত সহ-সভাপতি ও এলজিইডি ঢাকার প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার আমিনুর রশিদ চৌধুরী মাসুদ বৃহত্তর নোয়াখালী জেলা পল্লী উন্নয়ন অবকাঠামো প্রকল্পের প্রকল্প পরিচালক পদে পদোন্নতি হওয়ায় মাদরাসা পরিবারের পক্ষ হতে ৫ সেপ্টেম্বর ২০২১ খ্রি. রোজ রবিবার সকালে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইব্রাহিম খলিল, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ হোসাইন, গভর্নিং বডির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রফেসর মফিজুল হক,মাদরাসার অভিভাবক সদস্য ডা. মোহাম্মদ ইসমাইল, মো. নিজাম উদ্দিন ও মাওলানা আব্দুল আজিজ সহ শিক্ষক কমিটির অন্যান্য সদস্য বৃন্দ। এ সময় ইঞ্জিনিয়ার আমিনুর রশিদ চৌধুরী মাসুদ এর সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইব্রাহিম খলিল।